beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0155

যান্ত্রিক সরঞ্জাম ও ড্রেজার ব্যবহার ও ভাড়া

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বাপাউবোর যেকোনো ড্রেজিং ভাড়া পেতে চাইলে প্রত্যাশী সংস্থাকে সরাসরি প্রধান প্রকৌশলী, ড্রেজারস, পাউবো বরাবর প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনটি যাচাই-বাছাই ও সরজমিনে পরিদর্শন করে সন্তোষজনক হলে বাপাউবো প্রচলিত দর অনুসারে মোট ভাড়ার মূল্যের ২৫% অগ্রিম টাকা প্রদানের শর্তে আবেদনটি অনুমোদন করা হয়। আবেদনকারী অগ্রিম মূল্য পরিশোধ করলে বিধি... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-২০ দিন
১৫-২০ দিন
প্রয়োজনীয় ফি
সরকারি ও বাপাউবো কতৃর্ক নির্ধারিত ফি
প্রচলিত সরকারি ও বাপাউবো কতৃর্ক নির্ধারিত ফি প্রদান
সেবা প্রাপ্তির স্থান
বাপাউবো নির্বাহী প্রকৌশলীর (ড্রেজার) দপ্তরের মাধ্যমে
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. নির্বাহী প্রকৌশলী ২. যান্ত্রিক সরঞ্জাম ও ড্রেজার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী
প্রয়োজনীয় কাগজপত্র

১. ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নমুনা স্বাক্ষর দাখিল করতে হবে

২. নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

১.   বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

২. জাতীয় পানিনীতি, ১৯৯৯

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০
২. জাতীয় পানিনীতি, ১৯৯৯

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী