cs-0148
বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বিদেশগামী নিবন্ধিত কর্মীদের প্রায় ৪৫টি বৃত্তিমূলক ট্রেডে স্বল্প ও মধ্যমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ০২ বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল কোর্স, ০৬ মাস মেয়াদি গার্মেন্টস ও কম্পিউটার কোর্স এবং ০৪ বছর মেয়াদি মেরীন ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের জন্য আগ্রহীদের সরাসরি মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৭ দিন থেকে সর্বোচ্চ ৪ বছর
প্রশিক্ষণের কোর্সভেদে: ১. ৭-২১ দিন ২. ১-৬ মাস ৩. ১-৪ বছর
প্রয়োজনীয় ফি
৩০০/- থেকে ১৮,০০০/- টাকা
প্রশিক্ষণভেদে ৩০০/- থেকে ১৮,০০০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) অধীনস্থ দেশের ৩৮টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মহাপরিচালক
২. পরিচালক (প্রশিক্ষণ)
৩. উপ-পরিচালক (প্রশিক্ষণ)
৪. সহকারী পরিচালক (প্রশিক্ষণ)
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনপত্র
২. শিক্ষাগত যোগ্যতার সনদ
৩. জাতীয় পরিচয়পত্র
৪. পাসপোর্ট/ভিসার কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
সেবা প্রাপ্তির শর্তাবলি
১. বিদেশগমনেচ্ছু প্রাপ্তবয়স্ক অদক্ষ পুরুষ/মহিলা
২. অষ্টম শ্রেণি পাস (স্বল্পমেয়াদি কোর্স-এর জন্য)
৩. এসএসসি/সমমান (দীর্ঘমেয়াদি কোর্স-এর জন্য)
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. বহির্গমন অধ্যাদেশ-১৯৮২ ও বহির্গমন বিধিমালা-২০০২
২. মানব পাচার নিরোধ আইন-২০১২
৩. শিক্ষানবিশ অ্যাক্ট-১৯৬২
৪. বাংলাদেশ শ্রম আইন-২০০৬
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)