বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
বিদেশগামী নিবন্ধিত কর্মীদের প্রায় ৪৫টি বৃত্তিমূলক ট্রেডে স্বল্প ও মধ্যমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ০২ বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল কোর্স, ০৬ মাস মেয়াদি গার্মেন্টস ও কম্পিউটার কোর্স এবং ০৪ বছর মেয়াদি মেরীন ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের জন্য আগ্রহীদের সরাসরি মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়।
বিস্তারিত১. আবেদনপত্র
২. শিক্ষাগত যোগ্যতার সনদ
৩. জাতীয় পরিচয়পত্র
৪. পাসপোর্ট/ভিসার কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
১. বিদেশগমনেচ্ছু প্রাপ্তবয়স্ক অদক্ষ পুরুষ/মহিলা
২. অষ্টম শ্রেণি পাস (স্বল্পমেয়াদি কোর্স-এর জন্য)
৩. এসএসসি/সমমান (দীর্ঘমেয়াদি কোর্স-এর জন্য)
১. বহির্গমন অধ্যাদেশ-১৯৮২ ও বহির্গমন বিধিমালা-২০০২
২. মানব পাচার নিরোধ আইন-২০১২
৩. শিক্ষানবিশ অ্যাক্ট-১৯৬২
৪. বাংলাদেশ শ্রম আইন-২০০৬