beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0136

ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সংশ্লিষ্ট ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে ইউএও/এএও/এইও/এসএএও-দের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণের জন্য নার্সারি মালিক/কৃষক নির্বাচন করা হয়।

ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে ব্লক/মাঠ পর্যায়ে নার্সারি মালিক/কৃষকদের পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬-৭ দিন
৬-৭ দিন
প্রয়োজনীয় ফি
২০ - ৫০০ টাকা
ফি ২০ - ৫০০ টাকা
সেবা প্রাপ্তির স্থান
উদ্যানতত্ত্ব কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• উপজেলা কৃষি কর্মকর্তা • অতিরিক্ত কৃষি কর্মকর্তা • কৃষি সম্প্রসারণ কর্মকর্তা • সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা • SAAO
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নেই

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রকত কৃষক হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা এবং নার্সারি গাইড লাইন-২০০৮ 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর