beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0344

তথ্য অধিকার আইন বাস্তবায়ন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ও প্রশ্নপত্রের আগাম তথ্যসহ তথ্য অধিকার আইন, ২০০৯ দ্বারা নির্ধারিত/সংজ্ঞায়িত ক্ষেত্র ব্যতীত অন্যান্য যেকোনো তথ্য চেয়ে নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করে নির্ধারিত ফিসহ জমা প্রদান করা হলে অফিসপ্রধান বা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন দাখিলের ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করে থা... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ২০ কর্মদিবস
আবেদনের ধরন অনুযায়ী সর্বোচ্চ ২০ কর্মদিবস
প্রয়োজনীয় ফি
নির্ধারিত ফি
তথ্য অধিকার বিধিমালায় নির্ধারিত ফি
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/অফিস কর্মচারী
প্রয়োজনীয় কাগজপত্র

তথ্য অধিকার বিধিমালায় নির্ধারিত ফরমে আবেদনকরণ

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. নির্ধারিত ফরমে/সাদা কাগজে প্রাসঙ্গিকতা উল্লেখপূর্বক আবেদন করতে হয়

২. তথ্য অধিকার আইন/০৯ অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. তথ্য অধিকার আইন /০৯
২. তথ্য অধিকার বিধিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক