ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
উপজেলা ভূমি অফিসে আবেদনপ্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি (রেজিস্টার-১৩) দিয়ে সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রস্তাব/প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। আবেদনকারী প্রকৃত ভূমিহীন কিনা তা ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্য সভা আহ্বান করে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক যাচাই করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা... বিস্তারিত
১. আবেদনকারীর স্বামী ও স্ত্রী বা সক্ষম পুত্রসহ মায়ের ছবি
২. স্থায়ী বাসিন্দার সনদ
৩. নির্ধারিত ফরমে আবেদন
৪. ভূমিহীনের সনদ
৫. স্থানীয় ইউপি চেয়ারম্যানের সনদ
কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ এ বর্ণিত শর্তাবলি যেমন-
১. ভূমিহীন হতে হবে
২. খাস কৃষি জমির জন্য আবেদন হতে হবে
৩. বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমি থাকতে হবে
১. খাস কৃষি জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭
২. এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০
৩. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০
৪. ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪