beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৫
cs-0341

দেশের সিনেমা হলগুলোতে প্রামাণ্য চলচ্চিত্র ও সংবাদচিত্র নিয়...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সিনেমা হলগুলোতে প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্র নিয়মিত প্রদর্শন করা হয়। এজন্য সিনেমা হলগুলোর মালিকদের পূর্বেই অবহিত করা হয়। সিনেমা হলগুলো থেকে রেন্টাল ফি আদায়করণের ক্ষেত্রে তথ্য অফিসার তদারকি করে থাকেন।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ ঘণ্টা
১-২ ঘণ্টা
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা তথ্য অফিস ও উপজেলা তথ্য অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার/জেলা তথ্য অফিসার/সহকারী তথ্য অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র

বিনামূল্যে

সেবা প্রাপ্তির শর্তাবলি

নিয়মিত কর্মসূচি

সংশ্লিষ্ট আইন ও বিধি


Allocation of Business Among the Different Ministries and Divisions (Schedule of the Rules of Business,1996)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর