beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0118

স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারী দম্পতির পুনরায় সন্তা...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

পরিবার কল্যাণ পরিদর্শিকা/পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা সেবাগ্রহীতা ক্লিনিকে এলে তার বক্তব্য শোনা হয়। অতঃপর সেবাগ্রহীতা কর্তৃক লিখিত আবেদনের পর জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আবেদন ও অন্যান্য তথ্য প্রেরণ করা হয়। অধিদপ্তর প্রযোজ্য ক্ষেত্রে সেবাগ্রহীতার সাথে যোগাযোগ করে অপারেশন সম্পাদনের ব্যবস্থা করে।বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ মাস
১ মাস
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে (ক্লায়েন্ট কে বিভিন্ন খরচ বাবত ৩০০০/- টাকা প্রদান করা হয়। )
সেবা প্রাপ্তির স্থান
বিশেষায়িত হাসপাতালে
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
বিশেষায়িত ডাক্তার
প্রয়োজনীয় কাগজপত্র

স্থায়ী পদ্ধতি গ্রহনের প্রমান পত্র, সন্তান মারা যাওয়ার প্রমান পত্র।

সেবা প্রাপ্তির শর্তাবলি

স্থায়ী পদ্ধতি গ্রহণের পর যদি কোন দম্পতির সন্তান মারা যায় এবং একটি মাত্র জীবিত সন্তান থাকে অথবা কোন সন্তানই না থাকে। দম্পতি যদি আরো সন্তান চান।

সংশ্লিষ্ট আইন ও বিধি

সেবা প্রদানের বিধি মোতাবেক এ সেবা প্রদান করা হয়। 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক