beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0337

এনজিও কার্যক্রমের প্রত্যয়নপত্র প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনপ্রাপ্তির পর তা সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দেওয়া হয়। এনজিও কর্তৃক সম্পাদিত কাজের বিষয়ে প্রত্যয়নপত্রের জন্য প্রাপ্ত আবেদন বিষয়ে সরজমিন পরিদর্শন ও যাচাই অন্তে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্তের তারিখ নির্ধারণ করে সরজমিন পরিদর্শন করে তাদের কাজের মান বিষয়ে বিস... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১২-১৬ দিন
১২-১৬ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
ইউএনও অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

•    নিবন্ধন সনদ
•    কর্মসূচি অনুমোদন ডকুমেন্ট
•    কর্মসূচির জন্য অনুমোদিত বাজেট
•    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ণ(প্রযোজ্য ক্ষেত্রে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

•    এন জি ও নিবন্ধন থাকতে হবে
•    কর্মসূচির জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে
•    উপজেলা এনজিও সমন্বয় সভার সদস্য হতে হবে
•    উপজেলা এলাকাধীন কর্মক্ষেত্র থাকতে হবে
•    সুনির্দিষ্ট মেয়াদের কার্যক্রমের উপর প্রত্যয়ণপত্র প্রদান করা হয়ে থাকে

সংশ্লিষ্ট আইন ও বিধি

এনজিও বিষয়ক ব্যুরোকর্তৃক সময়ে সময়ে জারিকৃত পরিপত্র/ নির্দেশাবলি

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক