beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0113

শিক্ষক বদলি

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

শিক্ষকবৃন্দ বদলির জন্য যে সকল ক্ষেত্রে আবেদন করেন (১) একই উপজেলা/থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, (২) একই জেলার মধ্যে আন্তঃউপজেলা/থানার বিভিন্ন সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে, (৩) একই বিভাগের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং (৪) ভিন্ন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সে অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে বদলির সুনির্দিষ্ট কারণ উল্লে... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২-২০ দিন
১.উপজেলার মধ্যে: ২-৩ দিন ২. জেলার মধ্যে: ৫-৭ দিন ; ৩. বিভাগের মধ্যে: ৮-১২ দিন ;৪. বিভাগের বাইরে: ২০-৩০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. উপজেলা শিক্ষা অফিস ২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৩. ডিডি অফিস ৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা শিক্ষা অফিসার ২. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩. বিভাগীয় উপ-পরিচালক ৪. মহাপরিচালক , ডিপিই
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, মাসিক হাজিরা

ক্ষেত্রমতে: কাবিননামা, স্বামী/স্ত্রীর কর্মস্থলের বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, চাকরি বহির প্রথম ৫ পাতার ফটোকপি, নদীভাঙনে স্থায়ী ঠিকানা পরিবর্তনজনিত কারণে বদলির ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) এর প্রত্যয়ন ইত্যাদি

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. চাকুরির মেয়াদ ২ বছর হতে হবে
২. একবার বদলি হওয়ার পর  ১ বছরের মধ্যে আবেদন করা যাবে না

৩. প্রশাসনিক কারণে বদলি হলে ১ বছরের মধ্যে বদলির আবেদন করা যায় না

৪. পারস্পারিক বদলির ক্ষেত্রে চাকুরি কমপক্ষে ১ বছর থাকতে হয়

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

Teacher Transfer Rule (Ammenmend)-2011

নীতিমালটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) পাওয়া যাবে।

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২. বিভাগীয় উপ-পরিচালক ৩. মহাপরিচালক