cs-0094
বিল পরিশোধের প্রত্যয়নপত্র
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
পবিস নির্দেশিকা অনুযায়ী প্রতিবছর সকল গ্রাহককে বিদ্যুৎ বিল পরিশোধের প্রত্যয়নপত্র দেওয়া হয়। এছাড়াও গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে যেকোনো সময় বিদ্যুৎ বিল পরিশোধের প্রত্যয়নপত্র দেওয়া হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-১৫ দিন
১-১৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সমিতির অর্থ বিভাগ
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. এজিএম (অর্থ)
২. বিলিং সুপারভাইজার
৩. বিলিং সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র
প্রযোজ্য ক্ষেত্রে আবেদনপত্রসহ বিলের কাগজপত্র জমা প্রদান করতে হয়
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য ক্ষেত্রে আবেদন করতে হয়
সংশ্লিষ্ট আইন ও বিধি
পবিস নির্দেশিকা/২০০ সিরিজ
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পবিস সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার