cs-0093
আপদকালীন সেবাক্রয়
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আপদকালীন (বন্যা, সাইক্লোন ইত্যাদি) সময়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি ভিত্তিতে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
তাৎক্ষণিক
আপদকালীন সময়ে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
ইউনিয়ন পর্যায়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সহকারী প্রকৌশলী
২. উপ-সহকারী প্রকৌশলী
৩. নলকূপ মেকানিক
প্রয়োজনীয় কাগজপত্র
প্রযোজ্য নয়
সেবা প্রাপ্তির শর্তাবলি
দপ্তরীয় আদেশ
সংশ্লিষ্ট আইন ও বিধি
অধিদপ্তরের আদেশ/সরকারি নির্দেশাবলি
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী