beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0090

ইন্সট্রাক্টর লাইসেন্স ইস্যু ও নবায়ন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারী বিআরটিএ সদর কার্যালয় অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্সের জন্য আবেদন করেন। অতঃপর বিআরটিএ অফিস কর্তৃক আবেদনটি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয়  ফি জমা প্রদান করতে হয় এবং  লাইসেন্স ইস্যু ও নবায়ন করে গ্রাহককে প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০-১৫ দিন
১০-১৫ দিন
প্রয়োজনীয় ফি
৭৫০ টাকা (বার্ষিক)
৭৫০ টাকা (বার্ষিক)
সেবা প্রাপ্তির স্থান
বিআরটিএ’র সদর কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
প্রয়োজনীয় কাগজপত্র

১. নির্ধারিত ফরমে আবেদন

২. সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি

৩. বৈধ পেশাদার ভারি ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ছায়ালিপি

৪. তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রমাণপত্র

৫. এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি

৬. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি

৭. জীবন বৃত্তান্ত

৮. প্রথম শ্রেণির সরকারি গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র

৯. ফি জমা প্রদানের রসিদ

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. ভারি শ্রেণির পেশাদার লাইসেন্স

২. যেকোনো ধরনের মোটরযান চালনার অভিজ্ঞতা

৩. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান পাস

৪. বয়স ন্যূনতম ২৭ বছর

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩

২. মোটরযান বিধিমালা, ১৯৮৪

৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০

৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932

৫. Motor Vehicles Rules, 1940

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
চেয়ারম্যান