beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0089

সয়েল মিনি ল্যাব, এসআরডিআই ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার পরিচ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

এসএএ কৃষক কর্তৃক ব্লকের বিভিন্ন প্লট থেকে মাটির নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা করে ইউএও কর্তৃক নমুনা পরীক্ষার ফলাফল ব্লকের সংশ্লিষ্ট এসএএও-কে অবহিত করা হয়। পরবর্তীতে এনএসএএও কর্তৃক মাটির নমুনা পরীক্ষার ফলাফল ব্লকের চাষিদের জানানো হয়। মাটির নমুনা/রোগ, পোকার নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কৃষকদের নিকট থেকে মাটির/রোগ পোকার নমু... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬-১০ দিন
৬-১০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা/জেলা পর্যায়ের কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. SAAO
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নেই।

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রকৃত কৃষক হতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

নিউ এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি (NAEP)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে