cs-0086
বন্ধ্যা দম্পতিকে পরামর্শ প্রদান ও রেফার করা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
পরিবার কল্যাণ পরিদর্শিকা/পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়িতে গিয়ে অথবা রোগী অফিসে আসলে পরামর্শ, স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসা/পরামর্শের জন্য রেফার করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০ মিনিট
১০ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১.পরিবার পরিকল্পনা ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি
৩. মা ও শিশু কল্যাণ কেন্দ্র
৪. স্যাটেলাইট ক্লিনিক
৫. কমিউনিটি ক্লিনিক
৬. সেবাগ্রহীতার বাড়ি
৭. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক
8. MFSTC
9. MCHTI
১০. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)
২. মেডিকেল অফিসার (ক্লিনিক)
৩. মেডিকেল অফিসার (পরিবার কল্যাণ)
৪. সহকারী সার্জন/মেডিকেল অফিসার
৫. পরিবার কল্যাণ পরিদর্শিকা
৬. বেরসকারি সংস্থার প্যারামেডিক
৭. SACMO
৮. পরিবার কল্যাণ সহকারী (সিএসসিএ)
প্রয়োজনীয় কাগজপত্র
পূর্বের চিকিৎসা বা স্বাস্থ্য পরিচর্যার কাগজপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য নয়
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।