beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0079

পানির গুণগতমান পরীক্ষা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

পানির গুণগতমান পরীক্ষার জন্য সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) বরাবর আবেদন করতে হয়। আবেদনপ্রাপ্তির পর উপ-সহকারী প্রকৌশলী/নমুনা সংগ্রহকারী সংশ্লিষ্ট পাঠাগার/ নলকূপ মেকানিক কর্তৃক সরজমিন পরিদর্শনপূর্বক নমুনা সংগ্রহ করে আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করে উপজেলাতে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়। উক্ত রিপোর্টটি আবেদনকারীক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৭-২৩ দিন
১৭-২৩ দিন
প্রয়োজনীয় ফি
৫০-১৫০০ টাকা
ফিল্ড টেস্ট কীট বিনামূল্যে এবং ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে ৫০/- থেকে ১৫০০/- (প্রতি প্যারামিটারের জন্য এবং কি পরীক্ষা করা হবে তার ওপর নির্ভরশীল)
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা/আঞ্চলিক পরীক্ষাগার
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল)/সিনিয়র কেমিস্ট
প্রয়োজনীয় কাগজপত্র

১) আবেদন পত্র  ২) টাকা জমাদানের রশিদ

সেবা প্রাপ্তির শর্তাবলি

পরিষ্কার পাত্রে পানির নমুনা নিয়ে আসতে হবে, আবেদনপত্রসহ প্রয়োজনীয় ফি প্রদানসাপেক্ষে সকল নাগরিক সেবাপ্রাপ্তিরযোগ্য

সংশ্লিষ্ট আইন ও বিধি

১।  জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)
২।  Water Quality Standard for Bangladesh.

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী