beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০১৪
cs-0078

ফল বাগান সৃজন ও ব্যবস্থাপনা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

উন্নত জাতের দেশী ও বিদেশী ফুল, সৌন্দর্যবর্ধক গাছ এবং বনজ ও ফলদ বৃক্ষের বাগান সৃজনে কৃষকদের নিকট চারা সহজলভ্য করতে নার্সারি ব্যবসায়ীদের/চারা উৎপাদক ও বিক্রেতাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এজন্য নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করা হয়- 
আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। যাচাই এর জন্য কর্মকর্ত... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৫ দিন
৪-৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ও জেলা কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• উপজেলা কৃষি কর্মকর্তা • অতিরিক্ত কৃষি কর্মকর্তা • কৃষি সম্প্রসারণ কর্মকর্তা • সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা • SAAO
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নাই

সেবা প্রাপ্তির শর্তাবলি

সকল শ্রেণীর প্রকৃত কৃষক

সংশ্লিষ্ট আইন ও বিধি

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা এবং নার্সারি গাইড লাইন- ২০০৮ 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর