beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0074

বিদেশে মৃত প্রবাসী কর্মীদের লাশ দেশে ফেরত আনাসহ বকেয়া ও ক্...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিদেশে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে সেদেশে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কর্মীর বকেয়া পাওনা এবং নিয়োগের চুক্তি/শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয় এবং প্রাপ্য অর্থ মৃত কর্মীর অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ০৬ মাস
লাশ ফেরত আনার ক্ষেত্রে ৩-১০ দিন । ক্ষতিপূরণ আদায় সর্বোচ্চ ০৬ মাস
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সদর দপ্তর ২. জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও) ৩. বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহ
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মহাপরিচালক ২. পরিচালক (কল্যাণ) ৩. উপ-পরিচালক (কল্যাণ) ৪. সহকারী পরিচালক (কল্যাণ)
প্রয়োজনীয় কাগজপত্র

১. হসপিটালের কাগজপত্র

২. পাসপোর্ট, ভিসা, কাজের চুক্তিপত্রের কপি

৩. এয়ারওয়েজ ডকুমেন্ট

৪. ওয়ারিশনামা/চেয়ারম্যান/নোটারি পাবলিক/ম্যাজিস্ট্রেট-এর প্রত্যায়িত হলফনামা ইত্যাদি

     ৫. তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)/দূতাবাসের মতামত

সেবা প্রাপ্তির শর্তাবলি

বিদেশ গমনেচ্ছু ও প্রত্যাগত বাংলাদেশী কর্মী

সংশ্লিষ্ট আইন ও বিধি

কল্যাণ  বিধিমালা-২০০২

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)