beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0070

বসতবাড়ির আঙিনায় সবজি চাষ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

পিডি/ডিডি কর্তৃক ইউএও/এএও/এইও-দের বসতবাড়ির আঙিনায় সবজি চাষবিষয়ক সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউএও/এএও/এইও কর্তৃক নিয়মিত বসতবাড়ির আঙিনায় সবজি চাষবিষয়ক সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়। এইও/এএইও/এসএএও কর্তৃক ব্লক পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উপজেলা, ইউনিয়ন, ব্লক, কৃষকদল/ক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৫ দিন
৪-৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. SAAO
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নাই

সেবা প্রাপ্তির শর্তাবলি

সকল শ্রেণীর প্রকৃত কৃষক

সংশ্লিষ্ট আইন ও বিধি

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও জাতীয় আইপিএম নীতিমালা 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর