beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0063

সেলাই মেশিন বিতরণ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আগ্রহী নারীগণ নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র মাননীয় মন্ত্রী বরাবর দাখিল করেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিক তালিকা তৈরি ও সভায় উপস্থাপন করেন। সভায় চূড়ান্তভাবে অনুমোদিত তালিকা অনুযায়ী মহিলাদের অবহিত করা হয় এবং সদর কার্যালয়, জেলা ও উপজেলা মহিলা কার্যালয়/বাফার স্টেশন হতে বিতরণ করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১২ মাস
বছরে ১ বার (সেলাই মেশিনপ্রাপ্তি থেকে বিতরণ পর্যন্ত প্রায় ২০ দিন)/১২ মাস
প্রয়োজনীয় ফি
৩০০ টাকা
৩০০/- নন- জ্যুডিশিয়াল ষ্ট্যাম্প
সেবা প্রাপ্তির স্থান
বাফার স্টেশন/জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
প্রয়োজনীয় কাগজপত্র

১. মাননীয় মন্ত্রী বরাবর লিখিত আবেদনপত্র
২. নির্বাচিত সংসদ সদস্য কর্তৃক সুপারিশ পত্র
৩. মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি অথবা সরকার কর্তৃক অনুমোদিত সংস্থার সুপারিশ

 

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

১.   প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে

২.   এতিম, দুস্থ, অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা অগ্রাধিকারপ্রাপ্ত

৩. এক ব্যক্তি একবার বরাদ্দ পাবে

৪.   মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/প্রতিষ্ঠান অথবা সরকার কর্তৃক অনুমোদিত সংস্থার সদস্য যারা সেলাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে তাদের সেলাই মেশিন প্রদান করা যাবে

৫.   বরাদ্দপ্রাপ্তির ৬ মাসের মধ্যে মেশিন সংগ্রহ না করলে তা বাতিল বলে গণ্য হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

স্মারক নং-মশিবিম/প্রশাসন-৩/সেলাই মেশিন- ৩৫/২০০২-১১১৮ তারিখ: ১৮/৯/২০০৩

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/ মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর/ সচিব/প্রতিমন্ত্রী/মন্ত্রী