সমবায় সমিতির বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাই
প্রতি সমবায় বর্ষে (জুন-জুলাই) সমবায় সমিতির বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে। এই সেবা পেতে কোনো সমবায় সমিতিকে আবেদন করতে হয় না। জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে নিবন্ধক ও মহাপরিচালক, কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০,০০০/- টাকার ঊর্ধ্বে হলে জেলা সমবায় অফিসার এবং যেসমস্ত প্রাথমিক সমবায় সমিতির পরিশোধ... বিস্তারিত
সমিতির জুলাই থেকে জুন পর্যন্ত বার্ষিক জমা-খরচ হিসাব, লাভ-ক্ষতি হিসাব, লাভ-ক্ষতির আবণ্টন হিসাব, ব্যবসায়িক হিসাব, উদ্বৃত্তপত্র, শেয়ার, সঞ্চয়, কর্জ, সুদ ও অন্যান্য হিসাবের বিস্তারিত বিবরণী, ব্যাংকের বার্ষিক বিস্তারিত হিসাব ও ব্যাংক সমতাকরণ বিবরণী, সমবায় সমিতি বিধিমালা,২০০৪ এর ৫৬ বিধি মোতাবেক সমিতির রেজিস্টার ও বহিসমূহ ও অন্যান্য রেকর্ডপত্র।
সমবায় বিভাগ হতে নিবন্ধিত সমবায় সমিতি হতে হবে
১. সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ সংশোধিত, ২০১৩)
২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪