beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫

সমবায় সমিতির বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাই

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

প্রতি সমবায় বর্ষে (জুন-জুলাই) সমবায় সমিতির বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে। এই সেবা পেতে কোনো সমবায় সমিতিকে আবেদন করতে হয় না। জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে নিবন্ধক ও মহাপরিচালক, কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০,০০০/- টাকার ঊর্ধ্বে হলে জেলা সমবায় অফিসার এবং যেসমস্ত প্রাথমিক সমবায় সমিতির পরিশোধ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫-৭০ দিন
৫-৭০ দিন
প্রয়োজনীয় ফি
অডিট ফি-১০% ধার্যকৃত অডিট ফি এর ওপর ভ্যাট ৫% সিডিএফ ৩%
সম্পাদিত অডিট প্রতিবেদনে উল্লিখিত নিট লাভের অডিট ফি-১০% ধার্যকৃত অডিট ফি এর ওপর ভ্যাট ৫% সিডিএফ ৩%
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা/মেট্রোপলিটন থানা/জেলা সমবায় কার্যালয়/সমবায় অধিদপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/মেট্রোপলিটন থানা সমবায় অফিসার, সহকারী পরিদর্শক ২. জেলা সমবায় অফিসার, পরিদর্শক, ৩. নিবন্ধক ও মহাপরিচালক, অতিরিক্ত নিবন্ধক, যুগ্ম-নিবন্ধক, উপ-নিবন্ধক, সহকারী নিবন্ধক
প্রয়োজনীয় কাগজপত্র

সমিতির জুলাই থেকে জুন পর্যন্ত বার্ষিক জমা-খরচ হিসাব, লাভ-ক্ষতি হিসাব, লাভ-ক্ষতির  আবণ্টন হিসাব, ব্যবসায়িক হিসাব, উদ্বৃত্তপত্র, শেয়ার, সঞ্চয়, কর্জ, সুদ ও অন্যান্য হিসাবের বিস্তারিত বিবরণী, ব্যাংকের বার্ষিক বিস্তারিত হিসাব ও ব্যাংক সমতাকরণ বিবরণী, সমবায় সমিতি বিধিমালা,২০০৪ এর ৫৬ বিধি মোতাবেক সমিতির রেজিস্টার ও বহিসমূহ ও অন্যান্য রেকর্ডপত্র।

সেবা প্রাপ্তির শর্তাবলি

সমবায় বিভাগ হতে নিবন্ধিত সমবায় সমিতি হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ সংশোধিত, ২০১৩)

২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
প্রাথমিক ও কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে যুগ্ম-নিবন্ধক ও জাতীয় সমিতির ক্ষেত্রে সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ