beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0062

রেক্টিফাইড স্পিরিটের লাইসেন্স প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে মহাপরিচালক বরাবর প্রধান কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৯০দিন
৯০দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
২০০০-১৫০০০ টাকা
হোমিও ঔষধ প্রস্তুতের ফি- ২,০০০/- টাকা, শিল্প প্রতিষ্ঠানের জন্য-৬০০০/-টাকা, এ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য-৯,০০০/- টাকা এবং মাদার-টিংচারের জন্য-১৫,০০০/- টাকার ট্রেজারি চালান।
সেবা প্রাপ্তির স্থান
উপ-আঞ্চলিক কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
- মহাপরিচালক - অতিরিক্ত মহাপরিচালক - পরিচালক (চিপু) - সহকারী পরিচালক (চিপু) - অফিস সহকারী (চিপু) - অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় - অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় - উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় - অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইডে ফিস বিধিমালায় তথ্য পাওয়া যাবে। অথবা সেবা প্রোফাইলের শেষে দেখুন।

সেবা প্রাপ্তির শর্তাবলি

-  সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে আবেদন

-  আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি

-  দু’কপি পাসপোর্ট সাইজের ছবি

- যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানার স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি

-  ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রসিদ

-  প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)

-  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নক্সা

-  প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র

-  আবেদনকারী সম্পর্কে পুলিশ রিপোর্ট

উপরিউক্ত তথ্যাদিসহ-

-  প্রতিষ্ঠানটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলে (অ্যাবসলিউট অ্যালকোহল/ইথাইল অ্যালকোহল/ অ্যাবসলিউট ইথানল ইত্যাদি ব্যবহারের পারমিট/আমদানি লাইসেন্সের জন্য) ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হালনাগাদ ড্রাগ ম্যানুফ্যাকচার লাইসেন্সের কপি, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সুপারিশ, ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি, প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বিবরণ এবং মাদকদ্রব্য ব্যবহারের (উৎপাদনের) সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের তালিকা, প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিস্ট/কেমিস্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র, বিস্ফোরক অধিদপ্তরের হালনাগাদ সনদ, প্রতিষ্ঠানটির হালনাগাদ আমদানি নিবন্ধন প্রত্যয়নপত্র (আমদানির ক্ষেত্রে)

- প্রতিষ্ঠানটি হোমিওপ্যাথিক (হোমিও মাদারটিংচার প্রস্তুতের জন্য) হলে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হালনাগাদ ড্রাগ ম্যানুফ্যাকচার লাইসেন্সের কপি, ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক বার্ষিক চাহিদার সুপারিশ, প্রতিষ্ঠানটিতে যন্ত্রপাতির তালিকা, প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিস্ট/কেমিস্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র, সনদ ও হোমিও ডাক্তারের সনদ

- প্রতিষ্ঠানটি হোমিওপ্যাথিক (হোমিও ডাইলুশনের জন্য) হলে হালনাগাদ ড্রাগ লাইসেন্সের (হোমিও) কপি, প্রতিষ্ঠানটিতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের তালিকা ও হোমিও ডাক্তারের সনদ।

- শিক্ষাপ্রতিষ্ঠান হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র, বিস্ফোরক অধিদপ্তরের হালনাগাদ সনদ, প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা, উৎপাদনের রেসিপি, প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বিবরণ এবং মাদকদ্রব্য ব্যবহারের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের তালিকা, প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিস্ট/কেমিস্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

- হাসপাতাল বা ক্লিনিক হলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হালনাগাদ হাসপাতাল বা ক্লিনিক এর লাইসেন্সের কপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র, প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বিবরণ এবং মাদকদ্রব্য ব্যবহারের সাথে সংশ্লিষ্ট ছাড়পত্র। জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং বিগত এক বছরে রোগীর অপারেশন সংখ্যা

-  শিক্ষাপ্রতিষ্ঠান হলে অফিস প্রধানের সুপারিশসহ আবেদন

-  গবেষণা প্রতিষ্ঠান হলে অফিস প্রধানের সুপারিশসহ আবেদন

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল ভলিউম ২ এবং বিভিন্ন সময় জারিকৃত এসআরও

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়