beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0058

সমন্বিত বালাই ব্যবস্হাপনা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সমন্বিত ফসল ও বালাই ব্যবস্থাপনার জন্য ডিএই/প্রকল্প হতে বরাদ্দপ্রাপ্তির পর সরকারি আদেশ/নীতিমালা মোতাবেক কৃষি অফিস কর্তৃক কার্যক্রম গ্রহণ করে। ইউএও/এএও/এইও কর্তৃক এসএএও দের মাঝে আইপিএম বাস্তবায়নে কর্ম এলাকা নির্ধারণ করা হয়। এসএএও কর্তৃক কর্ম এলাকার চাষিদের খসড়া তালিকা তৈরি এবং আইসিএম এর কৃষক মাঠ স্কুল (FFS) গঠন করা হয়। সমন্বিত ফসল ও বালাই ব্যবস্থা... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৫ দিন
৪-৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO)/ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (SAPPO)
প্রয়োজনীয় কাগজপত্র

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও জাতীয় আইপিএম নীতিমালা

সেবা প্রাপ্তির শর্তাবলি

সকল শ্রেণীর প্রকৃত কৃষক

সংশ্লিষ্ট আইন ও বিধি

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও জাতীয় আইপিএম নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে