দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রদান ও আদায়
মৎস্যচাষি/মৎস্যজীবীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক তালিকা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত তালিকা অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে উপস্থাপন করা হয়। উপজেলা কমিটি কর্তৃক অনুমোদনের ভিত্তিতে নির্বাচিতদের মাঝে ঋণ প্রদান করা হয়।
বিস্তারিতপুকুর/জলাশয়/ঘেরের মালিকানার কাগজ (দলিল/পর্চা/লিজের চুক্তিপত্র)
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সরকারের সাথে চুক্তিনামা, সমিতি হলে রেজি: সনদ
প্রকৃত মৎস্যচাষি/মৎস্যজীবী হতে হবে
ক্ষুদ্রঋণ নীতিমালা