cs-0055
ইপিআই টিকাদান
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
জাতীয়ভাবে ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। অতঃপর নির্ধারিত দিনে টিকা প্রদান কেন্দ্রে শিশুকে নিয়ে আসতে হয় এবং শিশুর রেজিস্ট্রেশন করা হয়। টিকা প্রদানের নির্ধারিত দিনে টিকা প্রদান করে টিকা কার্ড হালনাগাদ করে প্রদান করা হয়। জন্মের ৪৫ দিনের পর সকল শিশুকে টিকা প্রদান করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫ মিনিট
৫ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
২. মা ও শিশু কল্যাণ কেন্দ্র
৩. ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র
৪. কমিউনিটি ক্লিনিক
5. MFSTC
6. MCHTI
৭. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. CHCP
২. পরিবার কল্যাণ সহকারী
৩. স্বাস্থ্য সহকারী
৪. টিকাদান কর্মী
৫. বেসরকারি সংস্থার কর্মী
প্রয়োজনীয় কাগজপত্র
১. টিকার স্টক রেজিস্টার
২. শিশু ও গর্ভবতী রেজিস্টার
৩. টিকাসংক্রান্ত টার্গেট রেজিস্টার
৪. টিকা কার্ড
৫. গর্ভবতী কার্ড
সেবা প্রাপ্তির শর্তাবলি
১. ০-১ বছরের শিশুদের টিকাদান
২. ১৫-১৮ মাস বয়সের শিশুদের হামের টিকা প্রদান
৩. গর্ভবতী মাদের ধনুষ্টংকারে টিকা প্রদান
৪. ১৫-৪৯ বছর বয়সি সন্তান ধারণক্ষম মহিলাদের টিটি টিকা প্রদান
৫. জাতীয় টিকা দিবস পালন
সংশ্লিষ্ট আইন ও বিধি
১.ইপিআই ম্যানুয়াল
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।