cs-0040
প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ...
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করলে চাহিদাপত্র যাচাই-বাছাইপূর্বক নকশা প্রণয়ন করা হয়। ভবন নির্মাণের সামগ্রিক ব্যয় নিরূপণ/প্রাক্কলন তৈরি করে প্রত্যাশী সংস্থাকে প্রদান করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২-৭ দিন
২-৭ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
প্রধান / অঞ্চলিক কার্যালয়
নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
ক. গণপূর্ত ডিজাইন বিভাগ
খ. ই/এম পি এন্ড ডি বিভাগ এবং
সহকারী স্থপতি/সহকারী প্রধান স্থপতি
প্রয়োজনীয় কাগজপত্র
প্রয়োজনীয় নকশা
সেবা প্রাপ্তির শর্তাবলি
চাহিদাপত্র
সংশ্লিষ্ট আইন ও বিধি
গণপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত দর তফসিল, ২০১৪
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল/ইএম)