beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪
cs-0319

কাবিখা / কাবিটা / টিআর (সাধারণ ও বিশেষ)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সাধারণ:মন্ত্রণালয় বাজেটবরাদ্দ হতে কয়েক ভাগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অনুকূলে বরাদ্দ প্রদান করে । দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার আয়তন, জনসংখ্যা ও দু:স্থতার ভিত্তিতে জেলা প্রশাসক বরাবর বরাদ্দ প্রদান করে। জেলা প্রশাসক একই নিয়মে উপজেলা নির্বাহী অফিসারবরাবর উপবরাদ্দ প্রদান করে থাকেন। উপজেলা নির্বাহী অফিসারআয়তন ও... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬০ দিন
বরাদ্দ প্রদান হতে ৬০ দিন । তবে সরকার প্রয়োজন মনে করলে তা বৃদ্ধি করতে পারে
প্রয়োজনীয় ফি
৩০০ টাকা
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পিআইসি কর্তৃক অঙ্গীকারনামা
সেবা প্রাপ্তির স্থান
ইউএনও / পিআইও অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
ইউএনও/পিআইও অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র

পরিপত্রের শর্তাবলী অনুসারে ।

সেবা প্রাপ্তির শর্তাবলি

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির পরিপত্র

সংশ্লিষ্ট আইন ও বিধি

গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) বাস্তবায়ন কর্মসূচির পরিপত্র

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা /ত্রাণ ও পুনর্বাসন অফিসার/ জেলা প্রশাসক