beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0032

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও নিয়ন্ত্রণ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং উন্নয়ন কার্যক্রম ব্যাপক প্রসারের জন্য স্বেচ্ছসেবী মহিলা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ‘ক’ ফরমে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশসহ জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবর আবেদন করতে হয়। উপজেলার আবেদন জেলা কর্মকর্তার বরাবরে নিবন্ধনের জন্য প্রেরণ করা হয়। প্রয়ো... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩০ দিন
আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে
প্রয়োজনীয় ফি
১০০০/- রেজিঃ ফি । নতুন সমিতির জন্য নবায়ন ফি ৩০০/- প্রদত্ত
১০০০/- রেজিঃ ফি । নতুন সমিতির জন্য নবায়ন ফি ৩০০/- প্রদত্ত
সেবা প্রাপ্তির স্থান
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

১. নতুন সমিতির জন্য রেজিঃ ফি ১০০০/- টাকা  ২. নবায়ন ফি ৩০০/- টাকা

২.১. অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ‘ক’ফরম পূরণ

২. গঠণতন্ত্র ৩ কপি

৩. প্র্রথম তিনটি সভার রেজুলেশন

৪. সদস্যদের নামের তালিকা

৫. আসবাবপত্রের তালিকা

৬. লক্ষ্য, উদ্দেশ্য

৭. ব্যাংক হিসাব

৮. ব্যাংক স্টেটমেন্টসহ আয়-ব্যয়ের হিসাবের বিবরণ

৯. কার্যকরী পরিষদ/পরিচালনা পর্ষদের নামের তালিকা

১০. ভবিষ্যৎ কার্যক্রম

১১. উপদেষ্টা কমিটির নামের তালিকা

১২. ১০০০/- টাকার ট্রেজারি চালান

১৩. প্রতিষ্ঠান ভাড়ার চুক্তিনামা

১৪. নবায়নের জন্য ৩০০/- টাকার ট্রেজারি চালান

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ‘ক’ফরম পূরণ

২. গঠণতন্ত্র ৩ কপি

৩. প্র্রথম তিনটি সভার রেজুলেশন

৪. সদস্যদের নামের তালিকা

৫. আসবাবপত্রের তালিকা

৬. লক্ষ্য, উদ্দেশ্য

৭. ব্যাংক হিসাব

৮. ব্যাংক স্টেটমেন্টসহ আয়-ব্যয়ের হিসাবের বিবরণ

৯. কার্যকরী পরিষদ/পরিচালনা পর্ষদের নামের তালিকা

১০. ভবিষ্যৎ কার্যক্রম

১১. উপদেষ্টা কমিটির নামের তালিকা

১২. ১০০০/- টাকার ট্রেজারি চালান

১৩. প্রতিষ্ঠান ভাড়ার চুক্তিনামা

১৪. নবায়নের জন্য ৩০০/- টাকার ট্রেজারি চালান

সংশ্লিষ্ট আইন ও বিধি

১৯৬১ সালের ৪৬ নং  অধ্যাদেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক নিবন্ধন