cs-0019
মদপানের পারমিট প্রদান
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পরিদর্শক বরাবর সংশ্লিষ্ট সার্কেলে আবেদন দাখিল করতে হয়। আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শক কর্তৃক তদন্ত করে মতামতসহ উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় বরাবর প্রতিবেদন প্রেরণ। উপ-পরিচালক/সহকারী পরিচালক কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে পারমিট প্রদানের অনুমোদন... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩০ দিন
৩০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
৮০-২০০০ টাকা
দেশি মদের পারমিট ফি-৮০/- টাকা এবং বিলাতি মদের পারমিট ফি-২০০০/- টাকার ট্রেজারি চালান
সেবা প্রাপ্তির স্থান
প্রধান কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• উপ-পরিচালক/সহকারী পরিচালক,
উপ-আঞ্চলিক কার্যালয়
• পরিদর্শক, সংশ্লিষ্ট সার্কেল
• অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
- নির্ধারিত ফরমে আবেদন,
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
সেবা প্রাপ্তির শর্তাবলি
দেশি মদের পারমিট ফি-৮০/- টাকা এবং বিলাতি মদের পারমিট ফি-২০০০/- টাকার ট্রেজারি চালান
সংশ্লিষ্ট আইন ও বিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও প্রহিবিশন রুলস, ১৯৫০
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত পরিচালক