cs-0018
মাদকাসক্ত রোগীদের চিকিৎসা প্রদান
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
নির্ধারিত ফরম পূরণপূর্বক চিকিৎসার জন্য আবেদন দাখিল করতে হয়। মেডিকেল অফিসার কর্তৃক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আবাসিক চিকিৎসার সুপারিশ করা হয়। চীফ কনসালটেন্ট/মেডিকেল অফিসার কর্তৃক আবাসিক চিকিৎসার অনুমোদন করে রোগীর চিকিৎসা করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২৮ দিন
২৮ দিন
প্রয়োজনীয় ফি
দৈনিক ১০০/- টাকা
টিকেট ফি- ৫/-টাকা, ভর্তি ফি- ১০/- টাকা, বিছানা ফি ১০০/-হারে খাবারসহ ২৮ দিন- ২,৮০০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
* চীফ কনসালটেন্ট
* রেসিডেন্স সাইক্রিয়েটিস্ট
* মেডিকেল অফিসার
* নার্স
প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত ফরমে আবেদন
সেবা প্রাপ্তির শর্তাবলি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
সংশ্লিষ্ট আইন ও বিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়