beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0016

মাদকদ্রব্য খুচরা বিক্রির লাইসেন্স প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর প্রধান কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ করে আবেদনকার... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩০ দিন
৩০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
৫০০/- ৩,০০০/ টাকা
নারকোটিক ড্রাগস এর জন্য লাইসেন্স ফিস- ১,২০০/-(মহানগর এলাকায়) ও ১,০০০/-(মহানগর এলাকার বাইরে), সাইকোট্রপিক সাবস্টেন্স এর জন্য লাইসেন্স ফিস-১,০০০/- (মহানগর এলাকায়) ও ৫০০/- (মহানগর এলাকার বাইরে) এবং প্রিকারসর কেমিক্যালস এর জন্য লাইসেন্স ফিস ৩,০০০/ টাকার ট্রেজারি চালান।
সেবা প্রাপ্তির স্থান
উপ-আঞ্চলিক কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
-মহাপরিচালক - অতিরিক্ত মহাপরিচালক - পরিচালক (প্রশাসন) - পরিচালক (চিপু) - উপ-পরিচালক (প্রশাসন) - সহকারী পরিচালক (প্রশাসন) - সহকারী পরিচালক (চিপু) - অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় - অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় - অফিস সহকারী, উপ-আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
  • দু’কপি পাসপোর্ট সাইজের ছবি

- যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানার স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি

  • ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রসিদ
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নক্সা
  • গোডাউনের খসড়া মানচিত্র
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র
  • প্রতিষ্ঠানটির ব্যাংক সলভেন্সির সনদ
  • মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অডিট রিপোর্ট
  • ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট
  • তথ্যসহ-

- প্রতিষ্ঠানটি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হালনাগাদ ড্রাগ লাইসেন্স এর কপি, প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা, প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিস্ট/ কেমিস্টদের জীবন বৃত্তান্ত এবং নিয়োগপত্র ও সনদ

- প্রতিষ্ঠানটি প্রিকারসর কেমিক্যালস বিক্রয়কারী হলে গোডাউনের খসড়া মানচিত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র, বিস্ফোরক অধিদপ্তরের হালনাগাদ সনদ এবং প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা

সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়