cs-0314
হাটবাজারের চান্দিনাভিটি একসনা বন্দোবস্ত প্রদান
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
উপজেলা ভূমি অফিসে আবেদনপ্রাপ্তির পর তা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরজমিনে তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রতিবেদন দাখিল করেন। উপজেলা ভূমি অফিসের কানুনগো/সার্ভেয়ারের মতামত গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরীক্ষান্তে মতামতসহ প্রস্তাব অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফি... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪৫ দিন
সাধারণত ৪০-৪৫ দিন
প্রয়োজনীয় ফি
২০-৫০০ টাকা/প্রতি বর্গমিটার
প্রতি বর্গমিটার
১. সিটি কর্পোরেশন এলাকায় ৫০০/-
২. পৌর এলাকায় ১২৫/-
৩. জেলা সদর ব্যতীত ১০০/- টাকা
৪. উপজেলা সদর ৫০/- এবং
৫. অন্যান্য ২০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১। জেলা প্রশাসক
২। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/
৩। উপজেলা নির্বাহী অফিসার
৪। সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র
• আবেদনপত্র
• ১০ টাকার কোর্ট ফি
• ট্রেড লাইসেন্স
• NID এর কপি
সেবা প্রাপ্তির শর্তাবলি
- জমি হাটবাজারের পেরিফেরিভুক্ত চান্দিনাভিটি হতে হবে
- আবেদনকারীকে প্রকৃত ব্যবসায়ী হতে হবে
- একই পরিবারে একজনের বেশি আবেদন করতে পারবে না
- অর্ধ শতকের বেশি জমি বন্দোবস্ত দেওয়া যাবে না
সংশ্লিষ্ট আইন ও বিধি
১। হাটবাজারের সরকারি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত ১৯৯৫ সালের সার্কুলার
২। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক