beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

 এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

ইংরেজি

Bangladesh Bureau of Statistics

সংক্ষিপ্ত

BBS

অফিস প্রধানের পদবি

মহাপরিচালক

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পরিকল্পনা মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

জেলা  অফিসসংখ্যা

উপজেলা অফিস সংখ্যা

মেট্রোপলিটন

থানা অফিস সংখ্যা

জনবল

৫২০১

http://goo.gl/ maps/a2FNS

০৭

৬৪

৪৮২

৬৯

৪১০৬

(মোট জনবল)

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)

পরিসংখ্যান ভবন,

ই-২৭/এ, আগারগাঁও,

 ঢাকা-1207

www.bbs.gov.bd

www.bangladesh.

gov.bd

ফোন নং

+৮৮০-২-9112589

+৮৮০-২-8115942

ফ্যাক্স নং

+৮৮০-২-9111064

ই-মেইল

dg@bbs.gov.bd

মোবাইল নং

+৮৮০১৭১৩-২০১৩৭০

 পরিসংখ্যান ব্যুরো - পরিচিতি

বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে বিবিএস জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। দেশের পরিসংখ্যান সংক্রান্ত বিষয়ে পেশাগত সহায়তা এবং প্রশাসনিক নির্দেশনা প্রদানের জন্য বিবিএস দায়িত্বরত  এবং একই সাথে পরিসংখ্যান সংক্রান্ত সকল কার্যক্রমের মাধ্যমে সরকারী পরিসংখ্যান (Official Statistics) প্রণয়নের কাজ করে থাকে। এটি দেশের সব ধরণের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, সংকলন, গবেষণা প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করে থাকে যার সাহায্যে সকল ব্যবহারকারী এবং অন্যান্য স্টেক হোল্ডার যেমন- জাতীয় স্তরের নীতি-নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক এবং জাতীয় ও আন্তজার্তিক সংস্থার কাজে অত্যন্ত সহায়ক। বিবিএস দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আর্থ-সামাজিক খাতের পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করে যা জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবিএস এর লক্ষ্য হচ্ছে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে নীতি-নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদা মাফিক তথ্য-উপাত্ত পরিবেশন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব প্রতিষ্ঠা। বর্তমানে জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশনার মান বৃদ্ধিসহ এতে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও সন্নিবেশন করা এবং পর্যায়ক্রমে দেশের পরিসংখ্যান পদ্ধতি সম্পূর্ণ ডিজিটালাইজড করা।

২০১১ সালে অনুষ্ঠিত দেশের পঞ্চম আদমশুমারি এবং খানার আয়-ব্যয় নির্ধারণ জরিপে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে এবং বিশ্লেষণে অত্যন্ত সফলভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে, আদমশুমারির প্রাথমিক ফলাফল ৩ মাসের মধ্যে ও খানার আয়-ব্যয় নির্ধারণ জরিপের ফলাফল মাত্র ৫ মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে। দক্ষিণ এশিয়া ও প্রশান্তমহাসাগর এলাকার দেশসমূহের জন্য এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসসহ মাঠ পর্যায়ের বিভাগীয়, জেলা ও উপজেলা/মেট্রোপলিটন থানা পর্যায়ের অফিসগুলোর নেটওয়ার্ক স্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশের ০৭ টি বিভাগে ০৭টি বিভাগীয় পরিসংখ্যান অফিস, ৬৪ টি জেলায় ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস, ৪৮২ টি উপজেলা এবং ২৩ টি মেট্রোপলিটন থানা পরিসংখ্যান অফিস এর শাখা বিস্তৃত। এছাড়া প্রতি উপজেলায় প্রথম শ্রেণীর পরিসংখ্যান কর্মকর্তা কর্মরত আছেন।

 অধিদপ্তর -অর্গানোগ্রাম

 

 


 অধিদপ্তর – কার্যপরিধি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র উল্লেখযোগ্য কার্যক্রম / কার্যপরিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে সুদীর্ঘকালের কর্মকান্ডে যে গতানুগতিক ভাবধারা বজায় ছিল, বিগত ৩ বছরে এর কাঠামোগত ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনার ফলে এতে নতুন গতি সঞ্চার হয়। ফলশ্রুতিতে অত্র প্রতিষ্ঠানটির বিশ্বায়নের অগ্রযাত্রার সাথে দ্রুত তাল মেলানো সহজ হয়েছে। কেননা সময়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যাবলীর রূপরেখা নতুন করে সাজানো হয়েছে। বিবিএস এর উল্লেখযোগ্য কার্যক্রম হলোঃ

০১) যে কোন বিষয়ে মান সম্পন্ন ও সময়োপযোগী পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সম্পাদন, বিশ্লেষণ, সংরক্ষণ এবং প্রকাশকরণ

০২) সরকারী পর্যায়ে উন্নয়ন পরিকল্পনাবিদ, নীতি-নির্ধারক, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তজার্তিক সংস্থা ওঅন্যান্য ব্যবহারকারীগণের চাহিদা অনুসারে দ্রুততার সাথে মানসম্পন্ন এবং ব্যবহার বান্ধব পরিসংখ্যান সরবরাহকরণ

০৩) পরিসংখ্যান প্রণয়ন কার্যক্রমকে পরিকল্পনা প্রণয়নের মূল ধারার সাথে একীভূত করা এবং জাতীয় পরিসংখ্যানকৌশলপত্র (NSDS) প্রবর্তন করে জাতীয় পরিসংখ্যান পদ্ধতির উন্নয়ন

০৪) অন্যান্য সরকারী এবং বেসরকারী দপ্তর হতে প্রাইমারি ও সেকেন্ডারি পরিসংখ্যান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রকাশের ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম গ্রহণ

০৫) প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং পরিসংখ্যান বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি, সরবরাহ ও এর উন্নয়ন নিশ্চিতকরণ

০৬) জাতীয় উন্নয়ন কর্মসূচিতে পরিসংখ্যানের ভূমিকা ও কার্যক্রমের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ

০৭) পরিসংখ্যান কার্যক্রম অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার আধুনিকীকরণ

০৮) বিবিএস কর্তৃক প্রণীত জিও কোড সিস্টেম একমাত্র সরকারী জিও কোড সিস্টেম হিসাবে হালনাগাদ ও সংরক্ষণ এবং অন্যান্য সকল সরকারী সংস্থা বা প্রতিষ্ঠানকে ব্যবহারের জন্য উদ্বুদ্ধকরণ

০৯) জাতীয় পপুলেশন রেজিস্ট্রার প্রণয়ন ও সাম্প্রতিকরণ

১০) সমন্বিত সেন্ট্রাল জিআইএস প্রণয়ন

১১) বিকল্পসহ জাতীয় তথ্য ভান্ডার প্রণয়ন ও ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ

১২) ০৬টি প্রধান এবং ১১৮টি অপ্রধান ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবংভূমি ব্যবহার, সেচ  সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ

১৩) বিভিন্ন প্রধান/অপ্রধান ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার, সেচ সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ

১৪) ০৬ (ছয়)টি প্রধান ফসলের পূর্বাভাস এবং ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত

১৫) ক্ষয়ক্ষতিররিপোর্ট (চলতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে প্রেরণ)যেমনঃ বন্যা, ঝড়,জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরা ইত্যাদি কারণে যে ক্ষয়ক্ষতিহয়, তার পরিসংখ্যান প্রস্তুত

১৬) মৎস্য, বন, গবাদি পশু-পাখি/হাঁস-মুরগী সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ

১৭)  মোটদেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামস্টিক অর্থনৈতিকনির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপণ ও প্রকাশ

১৮)  ভোক্তারদৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভূক্তকরে মাসভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI) নিরূপণ ও প্রকাশ 

১৯)  প্রতি দশ বৎসর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ

২০)  স্বাস্থ্য, শিক্ষা, শিশুপুষ্টি, মা এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ

২১)  মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণের জন্য Gender Statisticsপ্রস্তুত ও  প্রকাশ

২২)  ভাইটাল স্ট্যাটিসটিক্স যেমনঃ জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন, জন্ম নিয়ন্ত্রণ, প্রতিবন্ধী প্রভৃতির তথ্য সংগ্রহ, প্রস্তুত ও বাৎসরিক পরিসংখ্যান প্রকাশ

২৩)   দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন প্রকাশ

২৪)   বার্ষিক পরিসংখ্যান পকেটবুক, বর্ষগ্রন্থ, কৃষি বর্ষগ্রন্থ প্রকাশ

২৫)   মাসভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন সূচক প্রস্তুত ও প্রকাশ

২৬)   বৈদেশিক বাণিজ্য, পরিবেশ সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ

২৭)   বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ

২৮)   খানার আয়ও ব্যয় নির্ধারণ জরিপ (HEIS) পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ

২৯) অন্যান্য কর্তৃপক্ষ, পরামর্শকারী প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা, আন্তজার্তিক সংস্থা এবং ব্যক্তি বা ব্যক্তিসমূহের সাথে পরিসংখ্যান বিষয়ে তথ্য সংগ্রহ, সংকলন, সম্পাদন ও প্রকাশনার নিমিত্তে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার জন্য যোগাযোগ স্থাপন

৩০) পরিসংখ্যানের প্রধান প্রধান কার্যক্রমসমূহ আন্তজার্তিক মানে প্রমিতকরণ

৩১) জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার জন্য প্রণীত পরিসংখ্যানের মান সত্যকরণ

৩২) পরিসংখ্যান সংক্রান্ত পরামর্শ সেবা প্রদান ইত্যাদি।

 এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

বিভাগীয় পরিসংখ্যান অফিস

ইংরেজি

Divisional Statistical Office

সংক্ষিপ্ত

DSO

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

যুগ্ম-পরিচালক

জনবল

১৩ জন

 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

জেলা পরিসংখ্যান অফিস

ইংরেজি

District Statistical Officer

সংক্ষিপ্ত

DSO Office

অফিস সংখ্যা

৬৪

অফিস প্রধানের পদবি

উপ-পরিচালক

জনবল

১৪ জন (প্রতি জেলা পরিসংখ্যান অফিস)

 

 এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

ইংরেজি

Office of the Upazila Statistical Officer

সংক্ষিপ্ত

USO Office

অফিস সংখ্যা

৪৮২

অফিস প্রধানের পদবি

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা

জনবল

০৫ জন

 

 বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 জেলা অফিসের অর্গানোগ্রাম   

 উপজেলা অফিসের অর্গানোগ্রাম   

থানা পরিসংখ্যান অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক সেবা তালিকা (জেলা ও উপজেলা পর্যায়)

সেবা ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(জেলা ও উপজেলা)

১।

জরিপ এবং শুমারির তথ্য প্রদান

সদর দপ্তর, জেলা/উপজেলা

২।

জনসংখ্যা প্রত্যয়নপত্র প্রদান

জেলা/উপজেলা

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : উপজেলা পরিসংখ্যান অফিস

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্টআইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

জরিপ এবং শুমারির তথ্য প্রদান

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

 

১-৩দিন ;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপ-পরিচালক, জেলা পরিসংখ্যান অফিস

০২

জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা

 

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

 

১-৩দিন ;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপ-পরিচালক, জেলা পরিসংখ্যান অফিস