beta version
প্রথম পাতা দপ্তর সমূহ
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৪

গণপূর্ত অধিদপ্তর

  • প্রোফাইল
  • পরিচিতি
  • অর্গানোগ্রাম
  • কার্যপরিধি
  • অধীনস্থ অফিসসমূহের প্রোফাইল
  • অধীনস্থ অফিসসমূহের অর্গানোগ্রাম
  • নাগরিক-সেবার তালিকা
  • নাগরিক-সেবার তথ্য সারণি

এক নজরে প্রতিষ্ঠানের প্রোফাইল

 

প্রতিষ্ঠানের নাম

বাংলা

গণপূর্ত অধিদপ্তর

ইংরেজি

PUBLIC WORKS DEPARTMENT

সংক্ষিপ্ত

PWD (পিডব্লিউডি)

অফিস প্রধানের পদবি

প্রধান প্রকৌশলী

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

অফিস কোড

গুগল ম্যাপ কোড

বিভাগীয় অফিস সংখ্যা

আঞ্চলিক অফিস সংখ্যা

জেলা অফিস সংখ্যা

উপ-বিভাগীয় অফিস সংখ্যা

জনবল

৩৬

 

১৯

৯৫

১৪১

৫০০

(প্রধান কার্যালয়)

 

যোগাযোগের তথ্যাবলি

 

ঠিকানা

গণপূর্ত অধিদপ্তর,  পুর্ত ভবন,

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.pwd.gov.bd

www.bangladesh.gov.bd

ফোন নং

০২-৯৫৬২৭৯৫

ফ্যাক্স নং

০২-৯৫৬২৯১৩

ই-মেইল

ce@pwd.gov.bd

মোবাইল নং

01552-349561

 পিডব্লিউডি - পরিচিতি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের নির্মাণ শিল্পের পথিকৃত। প্রায় দুই শতাব্দির অধিক কাল যাবৎ গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নে অত্যন্ত সফলভাবে অবদান রেখে আসছে। এ অধিদপ্তর সরকারের নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ডিপজিট ওয়ার্ক হিসাবে বাস্তবায়ন করছে। স্থাপত্য অধিদপ্তরের স্থপতিগণসহ অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল) সমন্বয়ে গণপূর্ত অধিদপ্তর নির্মাণ শিল্পে গুণগতমান ও পেশাদারিত্ব বজায় রেখেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর দেশ ও জাতি বিনির্মাণে ভূমিকা পালন করে আসছে। নির্মাণ কাজে/ প্রকল্পে উপযোগিতা ও দৃষ্টিনন্দনশৈলী, সঠিক প্রযুক্তি ও নির্মাণ সামগ্রীর ব্যবহার, যথাযথ মূল্য ও ব্যবহারকারীর চাহিদানুযায়ী যথাযথ বাস্তবায়ন ইত্যাদিকে গণপূর্ত অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। মান নিশ্চিতকরণের ব্যাপক কর্মসূচি, মান নিয়ন্ত্রণ ও কারিগরি অডিট ইত্যাদি গণপূর্ত অধিদপ্তরের ব্যাপক কর্মকান্ডের অন্তর্ভুক্ত। এ অধিদপ্তর নির্মান পদ্ধতির আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সার্বিকগুণাগুণ ব্যবস্থাপনা লক্ষ্য নির্ধারণ করে থাকে। সুস্পষ্ট মান/ আদর্শ,স্পেসিফিকেশন, দর-তফশিল, ডিজাইন, মূল্য নির্ধারণ পদ্ধতি, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সকল কাজে সার্বিক জবাবদিহিতা ইত্যাদি  বিষয় গণপূর্ত অধিদপ্তরের ঐতিহ্য সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখছে।

 পিডব্লিউডি - অর্গানোগ্রাম

 

পিডব্লিউডি - কার্যপরিধি

  1. বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ বিভাগ/ সংস্থার ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ বাস্তবায়ন
  2. জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, বাংলাদেশ সচিবালয়, কারাগার, মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহ, অগ্নি নির্বাপণ কেন্দ্রসহ দেশব্যাপী সরকারি আবাসিক ও দাপ্তরিক ভবনসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণ
  3. ভবন নির্মাণের বিভিন্ন আইটেমের দর বিশ্লেষণ পূর্বক দর তফশিল প্রণয়ন
  4. জাতীয় স্মৃতিস্তম্ভসমূহ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ
  5. ‘Book of Specification’ ও ‘Code of Practice’ প্রস্তুতকরণ
  6. নির্মাণকাজের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় ও সংগ্রহ
  7. সরকারি পার্ক ও উদ্যানসমূহ রক্ষণাবেক্ষণ
  8. নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ
  9. দেশব্যাপী গণপূর্ত অধিদপ্তর এর আওতাধীন সরকারি জমি সম্পর্কিত প্রতিবেদন প্রদান
  10. স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ
  11. আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবন সমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ
  12. বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র তৈরি ও সরবরাহ ইত্যাদি।

এক নজরে বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

গণপূর্ত জোনঅফিস

ইংরেজি

PWD Zone Office

সংক্ষিপ্ত

Zone, PWD

অফিস সংখ্যা

অফিস প্রধানের পদবি

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

জনবল

১৬ জন

 

 এক নজরে আঞ্চলিক অফিস

 

নাম

বাংলা

গণপূর্ত সার্কেলঅফিস

ইংরেজি

PWD Circle Office

সংক্ষিপ্ত

Circle, PWD

অফিস সংখ্যা

১৯

অফিস প্রধানের পদবি

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

জনবল

১৮

 

 এক নজরে জেলা অফিস

 

নাম

বাংলা

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, গণপূর্ত

ইংরেজি

Officeof the Executive Engineer, PWD

সংক্ষিপ্ত

Ex-En, PWD

অফিস সংখ্যা

৯৫

অফিস প্রধানের পদবি

নির্বাহী প্রকৌশলী

জনবল

১৯

 

 উপ-বিভাগীয় অফিস

 

নাম

বাংলা

উপ-বিভাগীয় কার্যালয়, পি ডব্লিউ ডি

ইংরেজি

Sub Division Office, PWD

সংক্ষিপ্ত

Sub Division, PWD

অফিস সংখ্যা

১৪১

অফিস প্রধানের পদবি

উপ-বিভাগীয় প্রকৌশলী

জনবল

২৭

 

বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম 

 আঞ্চলিক অফিসের অর্গানোগ্রাম

 জেলা অফিসের অর্গানোগ্রাম

উপ-বিভাগীয় অফিসের অর্গানোগ্রাম

 বিদ্যমান নাগরিক -সেবার তালিকা (অধিদপ্তর/ জেলা পর্যায়)

ক্রমিক নং

সেবার নাম

সেবার পর্যায়

(অধিদপ্তর/ বিভাগ/ অঞ্চল/ জেলা/ উপজেলা)

১।

 

বিভিন্ন সরকারি দপ্তর ও আবাসিক ভবনসমূহের দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ

উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়

২।

 

সরকারি আবাসিক ভবনের বসবাসকারীদের নিকট থেকে বাসা গ্রহণ ও প্রত্যয়নপত্র প্রদান

নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়

৩।

সম্পাদিত পূর্ত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৪।

আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবন সমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৫।

বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ সংস্থার ভবনের  নির্মাণ প্রকল্প বাস্তবায়ন/ পরিবর্ধণ ও সম্প্রসারণ

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৬।

প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাক্কলন প্রণয়ন

নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়

৭।

ঠিকাদার/সরবরাহকারী নিবন্ধন ও নবায়ন

তত্ত্বাবধায়ক প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৮।

সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

৯।

জরিপ কাজ সম্পাদন

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

১০।     

                           বিভিন্ন নির্মাণ সামগ্রী ও আইটেমের জন্য দর তফশিল প্রণয়ন

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়

১১।

প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নকশা প্রণয়ন

ক। স্থাপত্য

খ। অবকাঠামো

গ। বৈদ্যুতিক

ক। স্থাপত্য অধিদপ্তর

খ। গণপূর্ত ডিজাইন বিভাগ

গ। ই/এম পি এন্ড ডি বিভাগ

 

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় / নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

ক্রমিক

নং

                      সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

(সংক্ষেপে)

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন

/বিধি/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

বিভিন্ন সরকারি দপ্তর ও আবাসিক ভবনসমূহের দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ

১. উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী

(সিভিল/ ই/এম)

২. নির্বাহী প্রকৌশলী

 

উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন দাখিল করতে হয়। অত:পর সংশ্লিষ্ট অফিসের সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে যাচাই-বাছাই/ সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রদান করেন। মেরামত করার উপযুক্ত হলে মালামাল সংগ্রহ করে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়।  কাজ শেষে প্রতিবেদন দাখিল করা হয়।

১-৭ দিন ;

বিনামূল্যে

 

 

  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • বুক অব স্পেসিফিকেশন
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮

১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে  নির্বাহী প্রকৌশলী

২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০২

সরকারি আবাসিক ভবনের বসবাসকারীদের নিকট থেকে বাসা গ্রহণ ও প্রত্যয়নপত্র প্রদান

১. উপ-বিভাগীয় প্রকৌশলী

২. নির্বাহী প্রকৌশলী

সরকারি বাসায় বসবাসকারী কোন কর্মকর্তা/কর্মচারী বাসা ছাড়তে চাইলে সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিতভাবে অবহিত করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী বাসাতে গিয়ে ইনভেন্টরি করে প্রতিবেদন দেন। সব ঠিক থাকলে নির্বাহী প্রকৌশলী/ উপ-বিভাগীয় প্রকৌশলী বাসা ছাড়ার জন্য ছাড়পত্র প্রদান করেন।

১-৪ দিন;

বিনামূল্যে

 

 

  • ডিপার্টমেন্ট কোড
  • বাংলাদেশ সার্ভিস রুলস

১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে  নির্বাহী প্রকৌশলী

২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৩

সম্পাদিত পূর্ত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

নির্বাহী প্রকৌশলী

সংশ্লিষ্ট ঠিকাদার উপ-বিভাগীয় প্রকৌশলী অথবা নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন দাখিল করেন। অত:পর সংশ্লিষ্ট অফিসের সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে ঠিকাদারের কৃত কাজের/ অভিজ্ঞতার বিষয়টি  যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রদান করেন। অত:পর উপ-বিভাগীয় প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলী সনদ প্রদান করার সিদ্ধান্ত নেন অথবা আবেদনপত্র বাতিল/পুনঃআবেদন করার জন্য বলেন।

১-৩ দিন ;

বিনামূল্যে

 

 

বুক অব স্পেসিফিকেশন

 

১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে  নির্বাহী প্রকৌশলী

২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৪

আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবনসমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ

নির্বাহী প্রকৌশলী,

উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী

নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন দাখিল করতে হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী নির্দেশিত হয়ে যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেন। উপ-বিভাগীয় প্রকৌশলী কর্তৃক খসড়া ভাড়া নির্ধারণ করে নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়। নির্বাহী প্রকৌশলী কর্তৃক অনুমোদন/ সংশোধন ও গ্রাহককে অবহিত করা হয়।

৭-১৪ দিন ;

বিনামূল্যে

 

  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • বুক অব স্পেসিফিকেশন

 

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৫

বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদপ্তর/ সংস্থার ভবনের  নির্মাণ প্রকল্প বাস্তবায়ন/ পরিবর্ধণ ও সম্প্রসারণ

নির্বাহী প্রকৌশলী,

উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী

(সিভিল/ ই/এম)

ভবন নির্মান, পরিবর্ধন ও সম্প্রসারণের জন্য চাহিদাপত্র দাখিল করতে হয়। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত হলে নকশা প্রণয়ন এবং ডি পি পি তৈরি ও অনুমোদন করা হয়। তারপর ভবন নির্মাণের সামগ্রিক ব্যয় নিরূপণ/প্রাক্কলন প্রস্তুত করা হয়।  পরবর্তীতে টেন্ডার আহ্বান, উম্মুক্তকরণ ও দরপত্র মূল্যায়ন  এবং কার্যাদেশ প্রদান করা হয়। এভাবে সমগ্র কাজ সম্পন্ন হয়।

 

প্রকল্প ভেদে ৩ মাস থেকে ২ বছর বা তদুর্ধ্ব ;

গণপূর্ত অধিদপ্তরের অনুমোদিত দর তফসিল মোতাবেক প্রাক্কলিত ব্যয়

 

  • বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা,
  • বুক অব স্পেসিফিকেশন, স্পেস স্ট্যান্ডার্ড ও স্পেস এনটাইটেলম্যান্ট,
  • বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড,
  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮
  • গণপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত দর তফসিল, ২০১৪
  • আর্থিক ক্ষমতা অর্পণ

১. উপ-সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে  নির্বাহী প্রকৌশলী

২. নির্বাহী প্রকৌশলীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৬

প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাক্কলন প্রণয়ন

উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী

(সিভিল/ ই/এম)

প্রত্যাশী সংস্থা কর্তৃক  চাহিদাপত্র দাখিল করলে চাহিদাপত্র যাচাই-বাছাইপূর্বক নকশা প্রণয়ন করা হয়। ভবন নির্মাণের সামগ্রিক ব্যয় নিরূপণ/প্রাক্কলন তৈরি করে প্রত্যাশী সংস্থাকে প্রদান করা হয়।

 

২-৭ দিন;

বিনামূল্যে

 

 

গণপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত দর তফসিল, ২০১৪

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী

০৭

ঠিকাদার/সরবরাহকারী নিবন্ধন ও নবায়ন

নির্বাহী প্রকৌশলী

নির্বাহী প্রকৌশলী বরাবর লাইসেন্স ও অভিজ্ঞতা সনদসহ আবেদন দাখিল করতে হয়।  আবেদনগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনবোধে পরিদর্শন করে নিবন্ধন প্রদান/ আবেদন বাতিল করে জানানো হয়।

১-৪ সপ্তাহ ;

৫০০০ টাকা+ ১৫% VAT

ডিপার্টমেন্ট কোড

 

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৮

সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর

উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী

বরাদ্দপত্রসহ আবেদন দাখিল করলে যাচাই করে সংশ্লিষ্ট বাসার/ভবনের ইনভেন্ট্রি প্রস্তুত করে বাসা হস্তান্তর করা হয়।

১-৩ দিন;

বিনামূল্যে

 

 

  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮
  • বাংলাদেশ সার্ভিস রুলস

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী

০৯

জরিপ কাজ সম্পাদন

উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী

প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করতে হয়। যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন করে ভূমির পরিমাণ নির্ধারণসহ জরিপ কাজ সম্পাদন করা হয় এবং প্রতিবেদন তৈরি ও গ্রাহককে প্রদান করা হয়।

২-৭ দিন বা তদুর্ধ ;

বিনামূল্যে

 

 

  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮

 

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী

১০

বিভিন্ন নির্মাণসামগ্রী ও

আইটেম এর জন্য দরতফসিল

প্রণয়ন

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী

(সিভিল/ই/এম)

তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান করে কমিটি গঠন করা হয়। বাজারদর সংগ্রহ ও যাচাই করে দর বিশ্লেষণ করে স্পেসিফিকেশন প্রণয়ন করা হয়।

 

২-৩ মাস;

বিনামূল্যে

 

 

  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • বুক অব স্পেসিফিকেশন, স্পেস স্ট্যান্ডার্ড ও স্পেস এনটাইটেলম্যান্ট,
  • বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬,
  • স্ট্যান্ডার্ড মেটারিয়াল স্পেসিফিকেশন,
  • বি এস টি আই

সংশ্লিষ্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী

১১

প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নকশা প্রণয়ন

ক। স্থ্যাপত্য

খ।অবকাঠামো

গ। বৈদ্যুতিক

নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী

ক। গণপূর্ত ডিজাইন বিভাগ

খ। ই/এম পিএন্ডডি বিভাগ এবং

সহকারী স্থপতি/ সহকারী প্রধান স্থপতি

গ। স্থাপত্য অধিদপ্তর

 

প্রত্যাশী সংস্থা কর্তৃক চাহিদাপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাই করার পর তথ্য উপাত্ত সংগ্রহ করে অবকাঠামো ও বৈদ্যুতিক নকশা প্রণয়ন করা হয়। অত:পর প্রস্তুতকৃত নকশা  আবেদনকারীকে প্রদান করা হয়।

 

৩-৪সপ্তাহ বা তদুর্ধ ;

বিনামূল্যে

 

  • বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা,
  • বুক অব স্পেসিফিকেশন, স্পেস স্ট্যান্ডার্ড ও স্পেস এনটাইটেলম্যান্ট,
  • বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড,
  • একাউন্টস কোড
  • ডিপার্টমেন্ট কোড
  • সরকারি ক্রয় আইন, ২০০৬
  • সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল/ইএম)/ উপ-প্রধান স্থপতি