beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0306

স্বল্পমেয়াদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবা (খাবার বড়...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবাগ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অতঃপর সেবাগ্রহীতার সাথে আলাপ-আলোচনা করে স্বল্পমেয়াদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন করা হয়। স্বল্পমেয়াদি পদ্ধতি খাবার বড়ি ও ইনজেকশন বিনামূল্যে এবং কনডম নামমাত্র মূল্যে আগ্রহী সক্ষম দম্পতিদের বাড়িতে অথবা সেবা কেন্দ্রে বিতরণ করা হয়। সেবা প্রদানে... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০ মিনিট
২০ মিনিট (প্রায়) সেবা কেন্দ্রে যাবার পরপরই, পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে বাড়ি পরিদর্শনের সময়।
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
কনডম ব্যতীত অন্যান্য পদ্ধতি বিনামূল্যে, কনডম প্রতি ১২ টির জন্য এক টাকা বিশ পয়সা মাত্র।
সেবা প্রাপ্তির স্থান
১. এম সি এইচ এফপি ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি ৩. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৪. স্যাটেলাইট ক্লিনিক ৫. কমিউনিটি ক্লিনিক ৬. বাড়িতে ৭. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক 8. MFSTC 9. MCHTI
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ২. সহকারী সার্জন ৩. মেডিকেল অফিসার ক্লিনিক ৪. সাকমো (SACMO) ৫. পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬. পরিবার কল্যণ সহকারী ৭. CHCP ৮. পরিবার কল্যাণ সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

প্রযোজ্য নয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

সকল সক্ষম দম্পতি বিনামূল্যে (কনডমের জন্য নামমাত্র মূল্য নেওয়া হয়) এবং সহজে এ সকল সেবা পেতে পারেন। ইনজেকশনের ক্ষেত্রে কমপক্ষে একটি সন্তান থাকতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান