দেশি মদের লাইসেন্স প্রদান
সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে মহাপরিচালক বরাবর প্রধান কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদা... বিস্তারিত
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে আবেদন
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
- দু’কপি পাসপোর্ট সাইজের ছবি
- যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানার স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি
- ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রসিদ
- প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্র
- প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেশি মদের দোকান পরিচালনার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়ারম্যানের অনাপত্তিপত্র
- স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র
- প্রতিষ্ঠানটির আশেপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় থাকবে না
- ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট
- আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল ভলিউম ২, বিভিন্ন সময় জারিকৃত এসআরও। (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৮ অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতিসাধন এবং আরোগ্যের প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। বাংলাদেশে শতকরা ৯০ জন মুসলমান বসবাস করে। ধর্মীয়ভাবে মুসলমানদের মদ্যপানকে নিষেধ করা হয়েছে। তৎপরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানে মুসলমানদের মদ্যপানের বিষয়ে বিধি-নিষেধ আরোপ করা আছে। বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মদ্যপানের জন্য দেশি মদের লাইসেন্স প্রদান একটি স্পর্শকাতর বিষয় বিধায় সংবিধানের উক্ত অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী জনগণের স্বাস্থ্য ও ধর্মীয় বিষয়ে সরকার সবসময় সতর্কতা অবলম্বন করে থাকে। তদুপরি মদের লাইসেন্স প্রদানের বিষয়টি খুবই সংবেদনশীল এবং সেমতে দেশে দেশি মদের লাইসেন্স প্রদানে নিরুৎসাহিত করা হয়)। এছাড়া নতুন মদের দোকান চালু করা যাবে না মর্মে সরকারের সিদ্ধান্ত থাকায় দেশি মদের লাইসেন্স প্রদান বন্ধ আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল, ভলিউম ২, বিভিন্ন সময় জারিকৃত এসআরও এবং প্রহিবিশন রুলস, ১৯৫০