beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0301

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

জেলা/উপজেলা কার্যালয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগ্রহী মহিলাগণ নির্ধারিত আবেদনপত্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সংগ্রহ করেন ও সঠিকভাবে পূরণ করে দাখিল করেন। স্থানীয় ঋণ কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে অনুমোদন করে ১/২ বছরের জন্য ৫% সুদে জামানতবিহীন ঋণ সেবা প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪৫ দিন
আবেদন যাচাই-বাছাইয়ের পর ১৫ দিনের মধ্যে/মোট ৪৫ দিন
প্রয়োজনীয় ফি
৩০০/- টাকা
নিজ খরচে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ক্রয়
সেবা প্রাপ্তির স্থান
জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

-দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

-জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ

-যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র

- নো-অবজেকশন সার্টিফিকেট

সেবা প্রাপ্তির শর্তাবলি

-  ঋণ প্রার্থীর ভিটে-বাড়ি থাকতে হবে অথবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে

-ঋণ প্রার্থীর ন্যূনতম অক্ষরজ্ঞান থাকতে হবে এবং বয়সসীমা ১৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হয়

-ঋণ প্রদানের ক্ষেত্রে দুস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা এবং অবিবাহিত মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়

-ঋণপ্রার্থী এককভাবে ঋণের আবেদন করেন

-অন্য কোনো সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণগ্রহণ করে থাকলে এবং তা চলমান হলে এ কার্যক্রমের আওতায় ঋণ প্রদান করা যাবে না। এ বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করা হলে (প্রমাণসাপেক্ষে) প্রদত্ত ঋণ বাতিল করা যায় ।

-মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ঋণ বিতরণে অগ্রাধিকার প্রদান করা হয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা- মে, ২০০৪

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপজেলা নির্বাহী অফিসার/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা