beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0296

যুব সংগঠন তালিকাভুক্তিকরণ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে উপ-পরিচালক বরাবর আবেদন করতে হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক যাচাই-বাছাই ও সরজমিনে পরিদর্শন করে  তালিকাভুক্তির জন্য উপ-পরিচালক বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়। অতঃপর উপ-পরিচালক কর্তৃক যাচাই অন্তে অথবা সরাসরি তালিকাভুক্তির অনুমোদন প্রদান করে সংগঠনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৮-১০ দিন
৮-১০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্য
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২। ক্রেডিট সুপারভাইজার
প্রয়োজনীয় কাগজপত্র

    নির্ধারিত ফরমে আবেদন,
    জমির দলিলের  কপি ব্যবহার সংক্রান্ত চুক্তিনামা
    গঠনতন্ত্র, ব্যাংক হিসাব, সমিতি সভার কার্যবিবরণী

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী-
১) যে কোন অধিদপ্তর হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত
২) নিজস্ব জায়গা /ভাড়া জায়গা
৩) তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণের কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী
৪) গঠনতন্ত্র
৫) কার্যকরী কমিটি
৬) ব্যাংক হিসাব

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

যুব সংগঠন তালিকাভুক্তকরণ-সংক্রান্ত নীতিমালা, ২০০৭

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর আবেদন