cs-0381
দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (৪০ দিনের)
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
মন্ত্রণালয়/প্রকল্প পরিচালকের কার্যালয় হতে উপজেলায় বরাদ্দ প্রাপ্তির পর ইউএনও কর্তৃক জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে ইউনিয়নওয়ারী বরাদ্দ বিভাজনপূর্বক ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়। ইউপি কর্তৃক বরাদ্দ অনুযায়ী শ্রমিক এবং ওয়েজ ও নন-ওয়েজ কর্মের প্রকল্প তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কর্ণধার কমিটির চূড়ান্ত অনুমোদনের পর শ্রমিকদের জব কার্... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪০ দিন
প্রায় ৪০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
প্রযোজ্য নয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সাথে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
সেবা প্রাপ্তির শর্তাবলি
১. বয়স ১৮-৬০ বছর
২. কর্মক্ষম এবং
৩. ভূমিহীন পুরুষ ও নারী
সংশ্লিষ্ট আইন ও বিধি
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার