beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0272

বাপাউবোর পানিবিজ্ঞান সম্পর্কিত তথ্য ও উপাত্ত প্রসেসিং অ্যা...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবাগ্রহীতা পানিবিজ্ঞান সম্পর্কিত তথ্য-উপাত্তের জন্য বাপাউবো কর্তৃক নির্ধারিত ফি প্রদান করে নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্র ও নির্ধারিত ফি প্রদানের রসিদ পরীক্ষা করে সন্তোষজনক হলে সিস্টেম এনালিস্টের মাধ্যমে ডাটা বেইজ থেকে সংগ্রহ করে চাহিত তথ্য ও উপাত্ত সেবাগ্রহীতাকে প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২-৭ দিন
২-৭ দিন
প্রয়োজনীয় ফি
পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আরোপিত হারে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আরোপিত হার অনুযায়ী
সেবা প্রাপ্তির স্থান
তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, প্রসেসিং অ্যান্ড ফ্লাড ফোর কাস্টিং সার্কেল, বাপাউবো, ৭২ গ্রীন রোড, ঢাকা-১২১৫
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সিস্টেম এনালিস্ট ২. প্রোগ্রামার ৩. সহকারী প্রকৌশলী ৪. সহকারী প্রোগ্রামার ৫. ডাটা এন্ট্রি অপারেটর
প্রয়োজনীয় কাগজপত্র

ব্যাংক ড্রাফ/পে-অর্ডারসহ একটি আবেদনপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

তথ্য উপাত্তসমূহ কী কাজে ব্যবহৃত হবে তার যথাযথ কারণ উল্লেখকরণ

সংশ্লিষ্ট আইন ও বিধি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উক্ত দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর ‘সেবা প্রদানে ব্যর্থ’ মর্মে এক কপি চিঠি ইস্যু করে অনুলিপি প্রধান প্রকৌশলী, পানিবিজ্ঞান এর বরাবর প্রেরণ করতে হবে