beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0270

সাধারণ ডাইরি (জিডি)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সাধারণ ডায়েরি করার জন্য ওসি বরাবর আবেদন করে থানার ডিউটি অফিসারের নিকট দাখিল করতে হয়। ডিউটি অফিসার আবেদনটি সাধারণ ডায়েরি রেজিস্টারে এন্ট্রি দিয়ে আবেদনকারীকে জিডি নং প্রদান করে থাকেন। ডিউটি অফিসার আবেদনটি ওসি’র নিকট উপস্থাপন করেন। ওসি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্তের ব্যবস্থা করেন। তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এখতিয়ারভুক্ত হলে ব্যবস্থা ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৭ দিন
১ ঘণ্টা থেকে ৭ দিন পর্যন্ত
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
থানা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. ডিউটি অফিসার ২. তদন্তকারী কর্মকর্তা ৩. ওসি
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন পত্র 

সেবা প্রাপ্তির শর্তাবলি

নাগরিকের জান ও মালের প্রতি হুমকি বা ক্ষতি সংক্রান্ত যে কোন বিষয়ে জিডি করা যায়

সংশ্লিষ্ট আইন ও বিধি

১। সি আর পি সি/১৮৯৮ -১৫৪, ১৫৫ ধারা 
২। পিআরবি /১৯৪৩ - ৩৭৭ বিধি 
৩। পুলিশ আইন /১৮৬১- ৪৪ ধারা 

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সাকের্ল এএসপি