beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0267

মদ্যজাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানের প্যাডে সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মদ্যজাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান করা হয়ে থাকে।

... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩০ দিন
৩০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
কোনো ফি লাগে না তবে ব্রান্ড রেজিস্ট্রেশন লাগে, প্রতি ব্রান্ড ৫০০ মার্কিন ডলার।
সেবা প্রাপ্তির স্থান
প্রধান কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• মহাপরিচালক • অতিরিক্ত মহাপরিচালক • পরিচালক (প্র.) • উপ-পরিচালক (প্র.) • সহকারী পরিচালক (প্র.) • অফিস সহকারী (প্র.) • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় • অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় • উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় • অতিরিক্ত পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে আবেদন
  •  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত হালনাগাদ লাইসেন্স এর কপি
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)
  • হালনাগাদ আমদানি নিবন্ধনপত্র
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র
  •  হালনাগাদ আমদানি নীতি আদেশের শর্ত

 

উপরিউক্ত তথ্যসহ-

  • প্রতিষ্ঠানটি হোটেল/রিসোর্ট হলে হোটেলের হালনাগাদ লাইসেন্স, বিগত অর্থবছরে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ (মার্কিন ডলারে), মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি, ইনডেন্ট প্রফর্মা ইনভয়েস-এ উল্লিখিত মদ্যজাতীয় পানীয়ের মূল্য,  বৈদেশিক মুদ্রা অর্জনকারী হোটেল বাংলাদেশ পর্যটন করপোরেশন এর বন্ডেড ওয়ার হাউস থেকে মদ্যজাতীয় পানীয় উত্তোলন/ক্রয়ের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন এর অনুমতি
  • প্রতিষ্ঠানটি রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট লাইসেন্স, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি, বিগত অর্থবছরে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ (মার্কিন ডলারে) ও ইনডেন্ট প্রফর্মা ইনভয়েস-এ উল্লিখিত মদ্যজাতীয় পানীয়ের মূল্য

 প্রতিষ্ঠানটি ক্লাব হলে ক্লাবের রেজিস্ট্রেশন বা ক্লাব লিমিটেড হলে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি এবং ন্যূনতম ২০০ (দু’শ) মদ্যপায়ী পারমিটধারীর তালিকা

সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল ভলিউম ২, বিভিন্ন সময় জারিকৃত এসআরও, প্রহিবিশন রুলস ১৯৫০, হালনাগাদ আমদানি নীতি আদেশ, ন্যূনতম ২০০ পারমিটধারী ক্লাবকে মদ্যজাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান করা যাবে মর্মে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড সভার সিদ্ধান্ত রয়েছে

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, এক্সাইজ ম্যানুয়াল, ভলিউম ২, বিভিন্ন সময় জারিকৃত এসআরও এবং প্রহিবিশন রুলস, ১৯৫০। বার লাইসেন্স প্রদানসংক্রান্ত বিষয়ে বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত ৩ থেকে ৫ তারকা মানসম্পন্ন হোটেলকে এবং ন্যূনতম ২০০ পারমিটধারী ক্লাবকে বার লাইসেন্স প্রদান করা যাবে মর্মে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড সভার সিদ্ধান্ত রয়েছে

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়