beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

বিপন্ন শিশুদের সুরক্ষা কার্যক্রম

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

মাঠকর্মীদের সংগ্রহকৃত তথ্য কিংবা সরাসরি যোগাযোগকৃত শিশু বা তাদের অভিভাবক বা অন্য কেউ তথ্য প্রদানের মাধ্যমে প্রাপ্ত শিশুদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হয়। আবেদনিত শিশুদের কেস ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী কর্তৃক প্রদানযোগ্য সেবার প্রস্তাবসহ সুপারিশ করা হয়। অতঃপর উপজেলা ও জেলা কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদনক্রমে এবং সংকুলানসা... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ মাস
শিশু আসা মাত্রই সেবা প্রদান শুরু (সাধারণত ১ মাস)শিশু আসা মাত্রই সেবা প্রদান শুরু (সাধারণত ১ মাস)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
নির্বাচিত জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সমাজসেবা অফিসার অথবা ২. উপ-পরিচালক অথবা ৩. তত্ত্বাবধায়ক
প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরমে আবেদন

সেবা প্রাপ্তির শর্তাবলি

সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী কর্তৃক প্রদানযোগ্য সেবার প্রস্তাবসহ সুপারিশ

সংশ্লিষ্ট আইন ও বিধি

রুলস্ অব বিজনেস অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যাবলির আওতায় প্রণীত Child Sensitive Social Protection in Bangladesh (CSPB) Services For the Children at Risk প্রকল্প প্রস্তাবনা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জাতীয় প্রকল্প পরিচালক