beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0258

যুব ঋণ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ক. যুবঋণ (একক)

যুবঋণ (একক) প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় প্রক্রিয়ায় প্রদান করা হয়। উভয় প্রকার ঋণের জন্য প্রশিক্ষণ সমাপ্তির পর ঋণপ্রাপ্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নির্দেশে সিএস কর্তৃক আবেদন যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত আবেদনকারীদের ২০ টাকার বিনিময়ে নির্ধারিত... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-৩০ দিন।
যুবঋণ (একক) এর জন্য ৩০-দিন যুবঋণ (গ্রুপভিত্তিক) ১৫-২০ দিন
প্রয়োজনীয় ফি
১০ টাকা
যুব ঋণ (একক) এর ক্ষেত্রে ১০/= মূল্যের নির্ধারিত আবেদন ফরম।
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২। ক্রেডিট সুপারভাইজার
প্রয়োজনীয় কাগজপত্র

ঋণগ্রহীতা প্রকল্প বাস্তবায়নের জন্য সাদা কাগজে স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর ঋণের আবেদন করবেন। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীকে ঋণ পাওয়ার জন্য ২০/-টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম ক্রয়পূর্বক জমা প্রদান করতে হয়। জেলা বা উপজেলা ঋণ কমিটি কর্তৃক ঋণ মঞ্জুরের পর আবেদনকারী ও জামিনদার ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করবে। নির্ধারিত উপজেলার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা কর্তৃক তার কর্ম এলাকায় প্রতিবছর কোথায় কতটি কেন্দ্র তৈরি করবেন তা নির্ধারিত হওয়ার পর সংশ্লিষ্ট ক্রেডিট সুপারভাইজার গ্রামে গমন করে পারিবারিক জরিপের ভিত্তিতে সদস্য বাছাই করে গ্র“প ও কেন্দ্র গঠন করে থাকেন। ঋণ গ্রহণের পূর্বে গ্র“পভিত্তিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গ্র“পভিত্তিক চুক্তিনামা করতে হবে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

ক. সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা।

    খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যনির্দেশিকা অনুমোদিত আবেদনকারীদের চেক বিতরণের পূর্বে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হতে হয়। ঋণের বিপরীতে ৫% অগ্রিম সঞ্চয় হিসাবে জমা করতে হয়। ঋণ পরিশোধ শেষে উক্ত ৫% অর্থ ঋণগ্রহীতাদের ফেরৎ প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

ক. সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা এবং

খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যনির্দেশিকা, ২০১৫

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক (জেলা কার্যালয়)