beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0255

বেতন-ভাতাদির বিল পাস

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারী টোকেন কাউন্টারে বিল জমা দিবেন। জুনিয়র অডিটর বিলে টোকেন নং দিয়ে বিল অডিটরকে বুঝিয়ে দিবেন। অডিটর বিলে পে-অর্ডার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রিকরত অফিস প্রধানের নিকট প্রেরণ করেন। বিল পাস হওয়ার পর জুনিয়র অডিটর এডভাইস লিখবেন এবং স্বাক্ষরের জন্য অফিস প্রধানের নিকট পুনরায় উপস্থাপন করেন। পাসকৃত বিল অনুযায়ী এডভাইস স্বাক্ষর হওয়ার... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ দিন
২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে পরবর্তী মাসের ১মও ২য় কর্ম দিবসের মধ্যে (১-২ দিন)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/জেলা/বিভাগীয়/ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ২. সুপার ৩. অডিটর ৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র

১.  নির্ধারিত ফরমে বেতন বিল

২.  কর্তন সিডিউল

সেবা প্রাপ্তির শর্তাবলি

সেবাগ্রহীতাকে সরকারি কর্মকর্তা/কর্মচারী হতে হবে

(সরকার থেকে বেতন পায় এমন কর্মচারী হতে হবে)

সংশ্লিষ্ট আইন ও বিধি

এস.আর-৯৫-১০২/এস. আর-১২৭-১২৯

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ ২. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ৩. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস