cs-0249
মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
গ্রাহক মোটরযানের ফিটনেস ইস্যু/নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করেন। এরপর মোটরযান পরিদর্শক সরজমিনে মোটরযানটি দেখে এক বছরের জন্য ফিটনেস ইস্যু/নবায়ন করেন।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ দিন
১-২ দিন
প্রয়োজনীয় ফি
৯০০ - ১০০০০০ টাকা
ক. মোটরযানের শ্রেণিভেদে ৯০০ হতে ১৩৫০ টাকা। (প্লাস ১৫% ভ্যাট)
খ. অনুমিত আয়কর ২৫০০ থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত
সেবা প্রাপ্তির স্থান
বিআরটিএ জেলা সার্কেল অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মোটরযান পরিদর্শক
২. মেকানিক্যাল অ্যাসিসট্যান্ট
প্রয়োজনীয় কাগজপত্র
ক. নির্ধারিত ফরমে (সিএফসি) আবেদন
খ. মূল ফিটনেস সার্টিফিকেট
গ. ট্যাক্স টোকেন (হালনাগাদ), রেজিস্ট্রেশন সাটিফিকেট ও টিআইএন এর ফটোকপি
ঘ. ফিটনেস ফি ও আয়কর পরিশোধের রসিদ
সেবা প্রাপ্তির শর্তাবলি
ক. মোটরসাইকেল ব্যতীত রেজিস্ট্রিকৃত অন্যান্য মোটরযান
খ. বৈধতার মেয়াদ অতিক্রমের ১৫ দিনের মধ্যে
গ. পরিদর্শনের জন্য মোটরযান হাজির করা
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩
২. মোটরযান বিধিমালা, ১৯৮৪
৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০
৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932
৫. Motor Vehicles Rules, 1940
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
ক. বিভাগীয় উপ-পরিচালক
খ. পরিচালক
গ. চেয়ারম্যান