beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0248

নিরাপদ পানির উৎস স্থাপন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

জনগণকে উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়। আবেদনগুলো সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন সরজমিন পরিদর্শনপূর্বক খসড়া তালিকা প্রস্তুত করে ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির নিকট উপস্থাপন করা হয়। ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩ মাস
কার্যাদেশ প্রদানের ০৩ মাসের মধ্যে
প্রয়োজনীয় ফি
১০০০-৪৫০০/-
উপকারভোগী কর্তৃক প্রদত্ত সহায়ক চাঁদা ১. অগভীর নলকূপ- ১০০০/- ২. তারা নলকূপ- ১৫০০/- ৩. রিং ওয়েল- ২০০০/- ৪. গভীর নলকূপ- ৪৫০০/- ৫. পিএসএফ- ৩০০০/- ৬. এসএসটি- ১৫০০/- ** সহায়ক চাঁদার পরিমাণ মোট মূল্যের ২০% হবে মর্মে বিবেচনাধীন
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
প্রয়োজনীয় কাগজপত্র

১) আবেদন পত্র  
২) টাকা জমাদানের রশিদ

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

স্থান নির্বাচন সংক্রান্ত পরিপত্র

সংশ্লিষ্ট আইন ও বিধি

১। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-1998
২। জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)
৩। Water Quality Standard for Bangladesh.

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী