beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0246

বিনামূল্যে মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরণের আবে...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসের তথ্য সহায়তা কেন্দ্র অথবা বিআরটিএ এর ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারেন।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫-১৫ মিনিট
৫-১৫ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
বিআরটিএর সকল সার্কেল অফিস/ ওয়েবসাইট
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ২. মোটরযান পরিদর্শক
প্রয়োজনীয় কাগজপত্র

প্রযোজ্য নয়

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রযোজ্য নয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩

২. মোটরযান বিধিমালা, ১৯৮৪

৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০

৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932

৫. Motor Vehicles Rules, 1940

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
ক. সংশ্লিষ্ট সার্কেল অফিসের সহকারী পরিচালক খ. বিভাগীয় উপ-পরিচালক