beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0371

ভূমির শ্রেণি পরিবর্তনের আবেদন নিস্পত্তি

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনপ্রাপ্তির পর সরজমিন তদন্ত ও রেকর্ডীয় দলিলাদি/কাগজপত্র যাচাই অন্তে প্রতিবেদন/প্রস্তাব দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ এবং শুনানির দিন/তারিখ ধার্য করে আবেদনকারীসহ সংশ্লিষ্টদের নোটিশে প্রদান করা হয়। ধার্য তারিখে শুনানি গ্রহণ, প্রাপ্ত প্রতিবেদন এবং দাখিলকৃত দলিলাদি/কাগজপত্র পরীক্ষ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সাধারণত ৪০-৪৫ দিন
সাধারণত ৪০-৪৫ দিন
প্রয়োজনীয় ফি
১০ টাকার কোর্ট ফি
১০ টাকার কোর্ট ফি ব্যতিত অন্য কোন খরচ নাই
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস/ডিসি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র

১। ১০ টাকার কোর্ট ফি সহ আবেদন
২। দাবির/মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

দাবির স্বপক্ষে কাগজ সহ আবেদন দাখিল

সংশ্লিষ্ট আইন ও বিধি

১।    এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০
২।    ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)