beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0366

পরিবার পরিকল্পনা, সাক্ষরতা অভিযান ইত্যাদির ওপর ভ্রাম্যমাণ ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সদর দপ্তর থেকে প্রেরিত নির্দেশনা মোতাবেক পরিবার পরিকল্পনা, সাক্ষরতা অভিযান ইত্যাদির ওপর ভ্রাম্যমাণ প্রচার আয়োজন করা হয়। প্রচারসংক্রান্ত কার্যক্রমটি সফলতার সাথে বাস্তবায়ন করার জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ দিন
১ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা তথ্য অফিস ও উপজেলা তথ্য অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা তথ্য অফিসার/সহকারী তথ্য অফিসার/ ঘোষক
প্রয়োজনীয় কাগজপত্র

সেবা প্রাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে অথবা সরকারি নিয়মিত কর্মসূচি

সেবা প্রাপ্তির শর্তাবলি

জেলা/উপজেলা অফিস কর্তৃক কর্মসূচি প্রণয়নের মাধ্যমে স্থান নির্ধারিত হয়। ব্যক্তিগত যোগাযোগ করেও জনসাধারণ তার গ্রামে, মহল্লায় সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করতে পারে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

Allocation of Business Among the Different Ministries and Divisions (Schedule of the Rules of Business,1996)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর